ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

ইভা মন্ডল’র দুটি ছড়া 

২০২০ জুলাই ১৭ ১৬:১৪:৫১
ইভা মন্ডল’র দুটি ছড়া 







মম বাসনা

আসবে কবে সেদিন ফিরে
আঁধার হবে দূর,
মনের মতো কাটাবো দিন
খুশিতে ভরপুর।

দুঃখ যতো দূর করিবো
সবারে ভালোবেসে,
ভরিয়ে আজ মনের ডালি
রঙিন মুখে হেসে।

আদর করে খাইয়ে দেবো
কেউতো নাহি পর,
আপন করে সবার সাথে
বাঁধব মনে ঘর।

তোমার বাড়ি আমার বাড়ি
থাকবে পাশাপাশি,
সুদিন ফিরে আসলে পরে
নেই তো রেষারেষি।

এখন আমি রই যে বসে
সেই দিনের তরে,
আঁধার কেটে আলোর দিশা
আসবে কবে ঘরে।

পথ প্রদর্শক

বই আমার জ্ঞানের আলো
বই আমার ধ্যান,
দিবানিশি নিত্য সঙ্গী
বাঁচায় আমার প্রাণ।

জীবন চলার পথপ্রদর্শক
দুঃখ ভোলার দিশা,
সকল ক্ষুধা মিটায় মনের
নেইকো অন্য নেশা।

এই সাগরে ডুবে আমি
মনি মুক্তা খুঁজি,
কখন জানি তারই পাতায়
অজান্তে নয়ন বুজি।