ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

প্রথমবার শর্ট ফিল্মে মেহজাবীন

২০২০ আগস্ট ০১ ১৬:২৭:০৩
প্রথমবার শর্ট ফিল্মে মেহজাবীন

বিনোদন ডেস্ক : লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন মেহজাবীন চৌধুরী। এরপর তিনি কাজ করেছেন নাটক ও টেলিফিল্মে। চলচ্চিত্রে বেশ কয়েকবার তার নাম শোনা গেলেও শেষাবধি কোনো সিনেমাতেই দেখা যায়নি তাকে।

এবার প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন মেহজাবীন। এর নাম '২৩ শ্রাবণ'।

ইশতিয়াক মীরের পরিচালনায় শর্ট ফিল্মটি প্রকাশ হবে আজ ঈদের দিন রাত ৯টায়। জাগো এন্টারটেইনমেন্টের চ্যানেলে এটি দেখা যাবে।

এখানে এক জুটির প্রেম কাহিনি ফুটে উঠবে। দেখা যাবে ফোনে তাদের পরিচয়। তাদের প্রথম দেখা হয় পরিচয়ের ৬ মাস পর। সে দিনটি ২৩ শে শ্রাবণ।

পরিচালক বলেন, 'ছবিটির প্রথম অর্ধেক দেখে মনে হবে এটা প্রেমের গল্প। কিন্তু এটা কি সত্যিই প্রেমের গল্প? সেই উত্তর মিলবে '২৩ শে শ্রাবণের' শেষ দৃশ্যে।'

মেহজাবীন এই শর্ট ফিল্ম নিয়ে বলেন, 'আমার ক্যারিয়ারের বিশেষ কাজ এটি৷ এর মাধ্যমে প্রথমবার শুর্ট ফিল্মে কাজ করলাম। আশা করছি সবাই উপভোগ করেবন।'

এখানে মেহজাবীন চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন তানাজি কুন, রাকিবউদ্দিন, জাকারিয়া, লতা, বায়োজিদ, জয় সিরাজ, অপূর্ব, সিয়াম, হিমেল, সাদীসহ অনেকেই।

(ওএস/এসপি/আগস্ট ০১, ২০২০)