ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » লাইফস্টাইল » বিস্তারিত

যেসব সানগ্লাসে চোখের ক্ষতি!

২০২০ আগস্ট ২৮ ১০:৪১:৩০
যেসব সানগ্লাসে চোখের ক্ষতি!

লাইফস্টাইল ডেস্ক : রোদ থেকে বাঁচতে ও ফ্যাশনে গুরুত্বপূর্ণ অনুসঙ্গ সানগ্লাস। প্রয়োজনীয় এই সানগ্লাসের একাধিক কালেকশন রেয়েছে অনেকেরই। তবে চোখের ভালোর জন্য ব্যবহার করে উল্টা যেন আবার সানগ্লাসের কারণেই ক্ষতি না করে ফেলি। এটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। চোখের কর্নিয়া ও রেটিনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানগ্লাসের ভূমিকা অপরিসীম।

তবে সেই সানগ্লাস হতে হবে ভালোমানের গ্লাসের তৈরি। নয়ত সস্তা নিম্নমানের সানগ্লাস ব্যবহার করে চোখের বড় ধরনের ক্ষতিও হতে পারে।

কারণ সস্তার সানগ্লাসে ব্যবহার করা হয় ক্ষতিকারক প্লাস্টিক। এ সানগ্লাস ইউ ভি রশ্মি থেকে রক্ষা তো করেই না উলটো চোখের জন্য তা মারাত্মক ক্ষতিকারক।

বিশেষজ্ঞরা বলেন, কম দামের সানগ্লাস ব্যবহারের ফলে অকালেই চোখে ছানি পড়ার ঝুঁকি থাকে। শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়াও। এছাড়া মাথা ব্যথা, দৃষ্টিশক্তি কমে চোখের পাওয়ার বেড়ে যেতে পারে। এজন্য চোখের সুরক্ষায় ভালোমানের সানগ্লাস ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের।

আর দাম দিয়ে কেনা সানগ্লাসটির যত্নও নিতে হবে যত্ন করে। এভাবে-

• লেন্স পরিষ্কার করার কোমল সলিউশন দিয়ে সানগ্লাস পরিষ্কার করতে পারেন
• সানগ্লাসের সঙ্গে দেওয়া কাপড়টি দিয়ে ভেজা অবস্থাতেই মুছে ফেলুন
• খুলে এখানে সেখানে না রেখে, সানগ্লাসের বক্সের মধ্যে রাখুন
• শুকনো সানগ্লাস মোছা উচিত নয়, ধুলো-বালির কণা কাচের সঙ্গে ঘষা খেয়ে দাগ পড়তে পারে
• খুব ঠাণ্ডা বা বেশি তাপের কাছাকাছি সানগ্লাস রাখবেন না।

(ওএস/এসপি/আগস্ট ২৮, ২০২০)