ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

হসপিটালে যেতে ভয় পাই বাবা!

২০২০ আগস্ট ৩১ ১০:৪৬:৪৩
হসপিটালে যেতে ভয় পাই বাবা!







ফিরোজ খান


অসুস্থ মায়ের হসপিটালে না যেতে আহাজারি..
চিকিৎসা নিতে যেতে চায়না হসপিটালে!
ছেলেকে বলে ভয় করে বাবা ভীষণ ভয় করে,
ডাক্তার ডেকে বাসায় চিকিৎসা করবো আমি।
-
ছেলে কেনো মা কিসের এত ভয় তোমার?
না বাবা!শুনেছি বর্তমানে হসপিটালে..
রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় না,
পাশের বাড়ির ভাবির মৃত্যু হয়েছে সেদিন।
-
তাতে কি মা?ডাক্তার ভুল চিকিৎসা করেছে!
সামান্য অসুখ নিয়ে হসপিটালে গেলেন সেদিন,
কিন্তু এক সপ্তাহের মধ্যে লাশ হয়ে ফিরলেন হসপিটালে ভর্তি করিওনা ভীষণ ভয় করে বাবা!!
-
বৃদ্ধ মায়ের আর্তনাত আঘাত করলো ভীষণ,
আসলে আমাদের চিকিৎসা কি এতোটা দূর্বল?
নাকি নিয়মকানুন সঠিকভাবে নিয়ন্ত্রণে নেই?
ভীষণ সমস্যার মধ্যে পরতে হয়েছে মাকে নিয়ে।
-
শেষ পর্যন্ত হসপিটালে নেওয়া হলোনা মাকে
পারিবারিক ডাক্তার ডেকে আনলাম বাসাতে
মা ভীষণ খুশি হলেন যেনো সুস্থ্য হয়ে গেলেন
হসপিটালে চিকিৎসা নিতে কেনো ভয় সকলের?
-
শুধু মাত্র আমার মা নন অনেকেই আছেন!
ভীষণ অসুস্থ হয়ে পরলে কি করবো সবাই?
হসপিটালে সঠিক চিকিৎসা ফিরে পেতে চাই
আমরা নির্ভরশীল হতে চাই সঠিক চিকিৎসায়।
-
অসুস্থ হলে দ্রুত হসপিটালে ভর্তি হতে চাইবে
ভয় নয়!ভালো এবং সু চিকিৎসা কাম‍্য সবার
হসপিটাল রোগীদের যোগ্য চিকিৎসার স্থান
মায়েরা হসপিটালে যেতে ভয় পাবে না কখনও।