ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

নতুন সমীকরণে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী এবার রিয়াল!

২০২০ সেপ্টেম্বর ১৫ ০১:৫৪:৪০
নতুন সমীকরণে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী এবার রিয়াল!

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ইন্টার মিলান থেকে লওতারো মার্তিনেসকে ক্যাম্প ন্যুয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়ার দৌড়ে কাতালানদের সঙ্গে যোগ দিল আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। মার্তিনেসের জন্য নেরাজ্জুরিদের ১০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে লস ব্লাঙ্কোসরা। সঙ্গে লুকা জোভিচকেও ধারে সান সিরোতে পাঠাতে চায় রিয়াল।

স্পোর্ট মিডিয়াসেট’র বরাতে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা জানিয়েছে, তিন দলের মধ্যে গোপন আলোচনা চলছে। কারণ আর্তুরো ভিদালকে নিয়ে বার্সার সঙ্গে আলোচনায় সমস্যা এড়াতে চেয়েছিল ইন্টার এবং দাবি করা হচ্ছে, একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে আরও জোর দাবি করা হয়, লওতারোর সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য চুক্তির অর্থ চেলসি থেকে এনগোলা কান্তেকে আনার পেছনে বিনিয়োগ করতে চান ইন্টারের কোচ আন্তনিও কন্তে।

এদিকে এবিসি জানিয়েছে, ২৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির প্রচেষ্টা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে লস ব্লাঙ্কোসরা। মার্তিনেস অবশ্য বর্তমানে কন্তের অধীনে সিরি’আ লিগের নতুন মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৫, ২০২০ইং)