ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » প্রবাসের চিঠি » বিস্তারিত

বাইডেনকে ভোট দেবেন ট্রাম্পের উপদেষ্টার মেয়ে ক্যারোলিন রোজ  

২০২০ অক্টোবর ১৮ ১১:২০:৪৩
বাইডেনকে ভোট দেবেন ট্রাম্পের উপদেষ্টার মেয়ে ক্যারোলিন রোজ  

প্রবাস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে ভোট দেবার ঘোষণা দিয়ে প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানির মেয়ে ক্যারোলিন রোজ গিলিয়ানি বলেন 'রুডি গিলিয়ানির আমার বাবা দয়া করে বাইডেন-হারিসকে ভোট দিন'। এ নিয়ে ভ্যানিটিফেয়ার নামক একটি ম্যাগাজিনে গত বৃহস্পতিবার তাঁর একটি লেখা প্রকাশিত হয়েছেন। খবরবাংলা প্রেস ।

রোজ গিলিয়ানি আগামী ৩ নভেম্বরের নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই ঐতিহাসিক নির্বাচনে আমাদেরকে কেউ নীরব রাখতে সক্ষম হবে না। রোজ জানান আমার পিতা রুডি গিলিয়ানি। আমরা রাজনীতি ও অন্যান্য বিষয়ে দূরত্ব বজায় রাখি। আমার নামের শেষ অংশ গিলিয়ানিকে আমি আলাদা করেছি। সেভাবেই আমার জীবনকাল কাটিয়েছি। তাই প্রকাশ্যে নিজেকে একজন গিলিয়ানি বলে পরিচয় দিতে আমি বিব্রতবোধ করি। কিন্তু আমি মনে করি, এবার আমাদেরকে নীরব রাখতে কেউই সমর্থ হবে না।

ক্যারোলিন রোজ গিলিয়ানি একজন পরিচালক, অভিনেত্রী ও লেখিকা। বসবাস করেন লস অ্যাঞ্জেলেসে। ২০১৬ সালের নির্বাচনে তিনি সমর্থন দিয়েছিলেন হিলারি ক্লিনটনকে। ২০১২ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন বারাক ওবামাকে।

তিনি বলেন, এলজিবিটিকিউ অধিকার, পুলিশিং এবং অন্য ইস্যুগুলোতে তিনি তার পিতার সঙ্গে শৈশব থেকেই বিতর্ক করে আসছেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন-হারিসকে ভোট দিয়ে জ্যজুক্ত করার আহবান জানান।

(বিপি/এসপি/অক্টোবর ১৮, ২০২০)