ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

২০২০ অক্টোবর ১৯ ২২:৫১:৩৪
স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

গত বছরের ১৬ নভেম্বর সভাপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক পদে আফজাল বাবুর নাম ঘোষণা করা হয়। স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১৯৯৭ সালের তৎকালীন সংসদ সদস্য মকবুল হোসেনকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক লীগের প্রথম কমিটি গঠিত হয়। ২০০২ সালে প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক হন পঙ্কজ দেবনাথ।

সর্বশেষ ২০১২ সালে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি ও পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়। এ কমিটি প্রায় ১৭ বছর ধরে সংগঠনটির নেতৃত্বে ছিল।

(ওএস/এসপি/অক্টোবর ১৯, ২০২০)