ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

৪০ দিনের শিশু হৃদরোগে আক্রান্ত, আর্থিক সহায়তার আবেদন

২০২০ অক্টোবর ৩১ ১৬:০৮:০০
৪০ দিনের শিশু হৃদরোগে আক্রান্ত, আর্থিক সহায়তার আবেদন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : হৃদরোগে আক্রান্ত হয়ে ঈশ্বরদীতে ৪০ দিনের শিশু মৃত্যুর প্রহন গুণছে। শিশুটির চিকিৎসায় বাবা ও মা সাংবাদিকদের মাধ্যমে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

ঈশ্বরদী পৌর এলাকার অরণখোলার শিশুর দরিদ্র বাবা হুমায়ন কবীর শনিবার প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, তাঁর স্ত্রী রূপা খাতুনের গর্ভে গত ২২ সেপ্টেম্বর রিদওয়ান কবির রিফাত নামে তাঁর একটি পুত্র সন্তান জন্মগ্রহন করেছে।

জন্মগতভাবে রিফাত হৃদরোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসা পেলে শিশুটি সুস্থ হয়ে উঠতে পারে। চিকিৎসার ব্যয় নির্বাহ করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু দারিদ্রতার কারণে প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয় করার মতো তাঁর আর্থিক সামর্থ্য নেই। এজন্য অসহায় বাবা সমাজের দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহায়তা দানের জন্য ০১৭১৮-৭৮৭০৫১ নম্বর মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

(এসকেকে/এসপি/অক্টোবর ৩০, ২০২০)