ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

একটি স্বাধীনতা

২০২০ ডিসেম্বর ০৭ ১৬:৫৪:৩৩
একটি স্বাধীনতা







আলাউদ্দিন হোসেন

দীর্ঘ দিনের কষ্টকর পথ প্রান্তে এসে
ত্যাগতিতিক্ষার বিনিময়ে জানমাল বিসর্জন দিয়ে বাঙালি জাতি যে পতাকাটি মুক্ত আকাশ প্রানে উড়াল
রক্তের সাগর পাড়ি দিয়ে যে জাতি রক্তে রঙিন একটি সবুজবর্ণ পতাকা পেল
সে জাতি কি আজও বুঝতে পারে
তারা স্বাধীনতা অর্জনকারী!

দীর্ঘ সময় অস্ত্র হাতে মরণকে ভয় না করে ক্লান্তিকর জীবন নিয়ে নতুন দিনের স্বপ্ন গড়ার দৃঢ় প্রত্যয় এগিয়ে আসা জয় বাংলার ধ্বনি উচ্চারিত কন্ঠে আওয়াজ করে
যে জাতি রক্তে রঙিন একটি সবুজবর্ণ পতাকা পেল
সে জাতি কি আজও বুঝতে পারে
তারা স্বাধীনতা অর্জনকারী!!

ত্রিশ লক্ষা জান, হাজারো মা বোনের সম্ভ্রম জগত সংসার হাজারো শিশু মুখের জয় বাংলা শব্দ বিসর্জন দিয়ে যে জাতি রক্তে রঙিন একটি সবুজবর্ণ পতাকা পেল
সে জাতি কি আজও বুঝতে পারে
তারা স্বাধীনতা অর্জনকারী!!!