ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচন : ইউসুফ সভাপতি, শোয়েব সম্পাদক

২০২০ ডিসেম্বর ৩০ ১৮:২৬:২৭
জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচন : ইউসুফ সভাপতি, শোয়েব সম্পাদক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে যায়যায়দিনের জামালপুর প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী সভাপতি এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে ২০২১ সালের জন্য সকল পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি যথাক্রমে কামাল হোসেন (অবজারভার), জহুরুল ইসলাম ঠান্ডু (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আজাদ মামুন (নিউজ টুয়েন্টিফোর টিভি/স্বদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আসমাউল আসিফ (এনটিভি/শেয়ার বিজ), দপ্তর সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক বিশ্বজিৎ দেব (ঢাকা ট্রিবিউন/ বাংলা ট্রিবিউন) কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এএকে মাহমুদুল হাসান দারা (প্রবীন সাংবাদিক), এম এ জলিল (সম্পাদক, দৈনিক আজকের জামালপুর), মুকুল রানা (দিনকাল), শুভ্র মেহেদী (ডিবিসি নিউজ/বাংলাদেশ প্রতিদিন), ফজলে এলাহী মাকাম (এসএ টিভি/বাংলাদেশ বেতার)।

সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অজয় কুমার পাল প্রমুখ।

এছাড়াও নির্বাচনে ২০২২ সালের জন্য এসএ টিভি ও বাংলাদেশ বেতারের জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সভাপতি এবং ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক হিসেবে আগাম নির্বাচিত হয়েছেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ৩০, ২০২০)