ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

করোনার টিকা : চুক্তির প্রথম চালান আসছে দুই-এক দিনের মধ্যে

২০২১ জানুয়ারি ২৩ ১৩:২৩:১৭
করোনার টিকা : চুক্তির প্রথম চালান আসছে দুই-এক দিনের মধ্যে

স্টাফ রিপোর্টার : ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা পেতে চুক্তির তিন কোটি ডোজের মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ডোজ দুই-এক দিনের মধ্যে দেশে আসছে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উদয়াচল পার্কের উদ্বোধন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বনাম ভারতীয় হাই কমিশন প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যে ২০ লাখ ডোজ করোনার টিকা এসেছে এগুলো বাংলাদেশের জন্য ভারত সরকারের উপহার। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ টিকা পেতে আমাদের যে চুক্তি রয়েছে এটি পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। দুই-একদিনের মধ্যে প্রথম চালানের ৫০ লাখ ডোজ আসছে।

এর আগে ২১ জানুয়ারি ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে পৌঁছায়।

(ওএস/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)