ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সরকারি চাল কম দেয়ার প্রতিবাদ করায় ইউপি সদস্যকে চেয়ারম্যানের মারধর 

২০২১ জানুয়ারি ২৪ ১৯:৩৬:১৭
সরকারি চাল কম দেয়ার প্রতিবাদ করায় ইউপি সদস্যকে চেয়ারম্যানের মারধর 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভিজিডি কার্ডের চাল ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক প্রকাশ্যে এক ইউপি সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।

এ ঘটনার পর দ্বিতীয় দফায় ওই চেয়ারম্যান ও তার সহযোগিরা ইউপি সদস্যকে মারধর করার জন্য আগরপুর বাজারে মোটরসাইকেল মহড়া নিয়ে যায়। এসময় আত্মরক্ষার্থে ওই ইউপি সদস্য প্রাণরক্ষায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে আশ্রয় নেয়। দুইঘন্টা পুলিশ তদন্ত কেন্দ্রে আশ্রয় নিয়ে দুপুরে গোপনে ওই ইউপি সদস্য পুলিশ তদন্ত কেন্দ্র ত্যাগ করেন।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন অভিযোগ করেন, রবিবার সকাল দশটার দিকে ইউনিয়নের শিলনদিয়া (রাস্তার মাথা) নামক এলাকায় বসে ভিজিডির উপকারভোগীদের চাল দেয়ার কার্যক্রম চলছিলো।

এসময় ইউপি চেয়ারম্যান তারেকুল ইসলাম তারেক সরদারের উপস্থিতিতে প্রতিজন সুবিধাভোগিকে ৩০ কেজির স্থলে ৪/৫ কেজি করে চাল কম দেয়ায় তিনি প্রতিবাদ করেন। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তাকে (ইউপি সদস্য) মারধর করে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়।

পরে তিনি আগরপুর বাজারে এসে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবহিত করেন। ইউএনও তাৎক্ষনিক বিষয়টি ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চায়। এতে তিনি (চেয়ারম্যান) ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় দফায় হামলার জন্য তার সহযোগিদের নিয়ে আগরপুর বাজারে মোটরসাইকেল মহড়া নিয়ে তাকে (রিপন) খুঁজতে থাকে।

(টিবি/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)