ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

শ্রেষ্ঠ বীর সন্তান

২০২১ ফেব্রুয়ারি ১৯ ১৭:১৭:১১
শ্রেষ্ঠ বীর সন্তান







এনামুল হক

একুশের দিনে,
বাঙালির চিত্তে বাজে,
এক গভীর সংগীত।

এই দিনে রাখিতে স্বরণ;
দেশ বিদেশে জাগিছে সুন্দর,
নব-দাম্পত্য ভাষা প্রেমিক দলে রহেনি স্থির।

আজ সালাম, বরকত ও রফিক সবে মিলে কহে;
এসো ভাষা দস্যুর কাছে
অন্তর করি নির্ভীক।

শুনো হে তরুণ-তরুনী;
পবিত্র ভাষা পূজারী
এসো একত্রে মিলি আজ।

এসো, এসো, এসো হে যুবক-
এই হানাদারের আবর্জনা দুর করা যাক।

যাক ভুলে যাওয়া দেহের প্রীতি
যায় যদি যাক প্রাণ
তবু ডুবতে দেবনা ভাষার কিস্তি।

হানাদারের পিপাসার শনিতে
দিয়েছে প্রাণ কত ভাষা শহীদে
তবু দেয়নি বাংলা ভাষার মান
তাঁরাই মহান, তারাই শ্রেষ্ঠ বীর সন্তান।