ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » প্রবাসের চিঠি » বিস্তারিত

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র শপথ গ্রহণ

২০২১ মার্চ ০৯ ১৪:৫৮:৪৫
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ’র শপথ গ্রহণ

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসীদের অন্যতম আঞ্চলিক-সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রুকলীনের একটি হলে গত ৭ মার্চ রবিবার রাতে কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রবীণ সদস্য প্রফেসর ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার আব্দুল মালেক খাঁনের পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক। এসময় নির্বাচন কমিশনের সদস্য শাহাব উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোয়াখালী সমিতির সহ সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। এসময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম, বিদায়ী সভাপতি আবদুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন ও করোনায় নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

শপথ গ্রহণকারীরা হলেন : সভাপতি রহমান এইচ আরজু, সহ সভাপতি মোহসিনুর রহমান খান ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এস এম মাঈন উদ্দীন, সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, সহ কোষাধ্যক্ষ সাইফুল আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফিরোজ আলম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, অফিস সম্পাদক মোবারক আলী, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব আলী, সমাজ কল্যাণ সম্পাদক নূর আবছার স্বপন, সদস্য আব্দুল করিম, মোহাম্মদ জিয়াউল হক ও মোহাম্মদ গোলাম মোস্তফা। শপথ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন নির্বাচন কমিশন, ট্রাস্টি বোর্ড এর সদস্য ও সাবেক কর্মকর্তরা।
শপথ গ্রহনের পর নবনির্বাচিত সভাপতি রহমান এইচ আরজুর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুনের পরিচালনায় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়। এসময় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফিরোজ আলম কাজল, সদস্য মাস্টার আব্দুল করিম প্রমুখ। করোনাকালের এ অনুষ্ঠানে প্রবাসী কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। কমিউনিটির অধিকার রক্ষা সহ সংগঠনকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত সভাপতি রহমান এইচ আরজু বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ঐক্যের ভিত্তিতে কোম্পানীঞ্জ এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনায় সংগঠনের সকল সদস্য সহ কোম্পানীগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক বলেন, নির্বাচন কমিশন এসোসিয়েশনের ধারাবাহিকতা রক্ষাকল্পে গঠনতন্ত্রের আলোকে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য সংগঠনের সকল সদস্য সহ কোম্পানীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম নবনির্বাচিত কমিটিকে গঠনতান্ত্রিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষুন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আরজু-মাঈনউদ্দীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

(এস/এসপি/মার্চ ০৯, ২০২১)