ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

শিউলি মন্ডল'র ছড়া

২০২১ এপ্রিল ০৮ ১৫:৩৫:৫০
শিউলি মন্ডল'র ছড়া







কে?

অসহায় মানবের তরে
কাঁদেনা যাদের মন,
বলুন দেখি মানুষ তাদের
বলে কোন্ জন?

পরের দুঃখে হাসিতে যারা
লুটোপুটি খায়,
পরের সুখে অন্তর জ্বলে
হিংসায় জ্বলে যায়।

সে যদি হয় মানুষ
অমানুষ হয় কে'বা?
আর্ত তরে ক্ষণিকের জন্যও
করেনা যারা সেবা।

আত্ম স্বার্থে সদায় যারা
ভেবে হয় গো খুন,
না বলতেই গায় যারা
সদায় নিজের গুণ।

তারাই যদি সমাজের সভ্য
;অসভ্য কোন্ বেটা?
সৎ সাহসে নির্ণয় করে
বলুন দেখি সেটা!

পরের ধানে মই দেয়া
যাদের স্বভাব ভাই,
তাদের তুল্য শয়তান লোক
পৃথিবীতে আর নাই।

পরের ভাতে বেগুন সেদ্ধ
করতে যারা চায়,
পরের হাঁড়ি ভেঙে গেলে
তাদের কি'বা দায়?

এরাও যদি ভদ্র বনে,
অভদ্র তবে কে?
পরার্থে যে কাজ করে,
অভদ্র বুঝি সে?