ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

শিউলি মন্ডল’র দুটি ছড়া 

২০২১ এপ্রিল ১২ ১৭:০৯:৪২
শিউলি মন্ডল’র দুটি ছড়া 







কাঁদবে ভুবন

ভালোবাসা অমর রত্ন
বুকে ধারণ করে,
একই সাথে সততাকে
শিরে তুমি বরে;
পথ চলবে আর
করবে মানুষেরই সেবা।

মনে করবে সবাই আপন
পর কার কে'বা ?
সুচিন্তার সাথে সুবুদ্ধি
রাখবে মন মাঝে।
সদুপদেশ দেবে গো
সবাইকে সব কাজে।

তবেই গড়তে পারবে তুমি
এক পবিত্র জীবন,
নিজ মরণে হাসবে তুমি
আর কাঁদবে ভুবন।

মধুমাখা নাম

মা ডাকে এত মধু,
জানতাম না ভাই আগে,
মা ডেকে মন ভরে না,
কত না আনন্দ লাগে !

সুধামাখা এই নামটি আগে
ডেকেছিল কে ?
হোক না সে গরীব-দুঃখী
জগতের বন্ধু সে যে।

মধুমাখা ছোট্ট নাম আর
কি আছে এমন?
সবার অন্তর ভরে যায়,
মা ডাকে যেমন।

একটি নামই জগৎ সেরা,
সে যে মা নাম।
একটি নামই জগৎ জোড়া,
সেতো ওই নাম।

ম’ এ আকার দিলে মা হয়,
আরতো কিছু নাই,
এরই মাঝে কেন আমরা
এত মধু পাই?
এসো তাই আমরা সবাই
কৃপনতা না করে,
মা ডাকে জগৎ মাতাই,
মন উজাড় করে।