ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

শিউলি মন্ডল’র ছড়া 

২০২১ এপ্রিল ১৬ ১৫:৪৮:১৬
শিউলি মন্ডল’র ছড়া 







মুঠোফোন


এমন একটি যন্ত্রের নাম
বল দেখি ভাই,
অপকারেতে ভারি ওস্তাদ
উপকারেতে নাই।

টাকা ছাড়া মানব জীবন,
চলে কেমন করে ?
তার চেয়ে ভাই সময়টা
বেশি মূল্য ধরে।

দিনে-রাতে আসে যায়
সময় কারো নয়,
তার সাথে টাকা গেলে,
বাঁচার কি উপায়?

শ্রবণ শক্তি নষ্ট হয়,
এই যন্ত্রের গুনে,
রাতের ঘুম হারাম হয়
উচ্চ আওয়াজ শুনে।

ইচ্ছায় বা অনিচ্ছায়
থাকে সবার পাশে,
ভালোর চেয়ে মন্দটাই
করতে ভালোবাসে।

কি এমন যন্ত্র আছে?
বল তাড়াতাড়ি,
না পারলে যুবা কালেই
পাঁকবে তোমার দাঁড়ি।

এর নাম মুঠোফোন
বুঝতে পারলে কি?
তুমি যে এত বোকা
জানতাম নাতো,ছি!
বোকা হও গাধা হও,
দুঃখ তাতে নাই,
এ যন্ত্রের ব্যবহারটা,
জানা তোমার চাই।

প্রয়োজন মাফিক কথা
বলতে তোমায় হবে,
টাকা খরচ সময় নষ্ট
কম হবে তবে।

টাকা বাঁচলে সময় বাঁচবে
সময় বাঁচলে টাকা,
অকালেতে অভাব এসে,
দেবেনা তোমায় দেখা।

যমদুয়ারে যাওয়ার আগে
কান থাকবে ভালো,
রাতেও ভালো ঘুম হবে
পাবে সুখের আলো।