ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

আমরা শ্রমিক

২০২১ মে ০১ ১৩:৪১:০৫
আমরা শ্রমিক







দীপক চক্রবর্তী

আমরা শ্রমিক আমরা মজুর
করি পরের কাম,
বাঁচার আশায় খেটে-খেটে
ঝরায় গায়ের ঘাম ।

সকাল থেকে কাজ শুরু হয়
সন্ধ্যা হলে শেষ,
নেই ফুরসত একটু খানি
হয়না নেওয়া রেশ !

সন্ধ্যা হলে ঘরে ফিরে
শান্তনা দেই মনে,
ক্ষুধায় কাতর অবুঝ শিশু
কাঁদে ঘরের কোনে !

রোদ বৃষ্টি ঝড়ের মাঝে
করি পরের কাজ,
বাঁচার আশায় খেটে চলি
সকাল থেকে সাজ !

আমরা শ্রমিক রক্ত ঝরায়
করি পরের কাজ,
কেমন করে দিন চলে যায়
নেইতো মোটেই লাজ ।

কামটা করে ঘামটা ঝরে
মজুরী মেলে অল্প,
কষ্ট মাঝে জীবন চলে
নয়তো এটা গল্প !

আমার গায়ের রক্ত বেঁচে
ধনী মালিক পক্ষ,
ওদের আবার মন জোগাতে
গড়ে তুলি সখ্য ।

ব্যস্ত থাকি ন্যস্ত কাজে
রোদ-বৃষ্টি-ঝড়ে,
রোগ শোকেতে খেটে চলি
জান থাকতে ধড়ে ।

মজা করে ফায়দা লুটে
মালিক নিজে খায়,
খাটুনী খেটে ক্লান্ত মজুর
নায্য বেতন চায় ।

দীপক চক্রবর্তী
মাগুরা
তাং- ০১,০৫,২১