ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

শিউলি মন্ডল’র দুটি ছড়া

২০২১ মে ০৬ ১৪:১৫:৪৯
শিউলি মন্ডল’র দুটি ছড়া







স্বপ্ন

কত স্বপ্ন দেখে মানুষ
ভাবে কত ভাবনা,
কিছু স্বপ্ন হয়গো পূরণ
কিছু স্বপ্ন হয়না।

কেউবা ভাবে কিনবো গাড়ি
কেউবা ভাবে বাড়ি,
কেউবা ভাবে ধনী হবো
বড্ড তাড়াতাড়ি!

কেউবা ভাবে গাছের তলায়
হয় একটু ঠাই,
এক মুষ্টি খাবার পেলেই
দুঃখ ঘুচে যাই !

কেউবা ভাবে মনের মত
বন্ধু পাই যদি,
সুখ শান্তির মাঝে আমি
থাকবো নিরবধি।

সবারই সব স্বপ্ন গুলো
হয় যদি সফল,
ভুলতো তারা স্রষ্টাকে
আর, ভুলতো কর্মফল।

বিধি তাই এখানে ভাই

রেখেছে কিছু ফাঁক,
স্বপ্ন পূরণ করতে হলে
স্রষ্টাকে মনে রাখ।


তোমার আশীষ নিয়ে

ওগো জননী নয়নমনি
তোমায় নমস্কার।
ভালোবাসি হাসি হাসি
মুখটি যে তোমার।

তুমি মাগো সবার সেরা
ওগো জননী ,
আছে তব হৃদয় মাঝে
আদরের খনি।

তোমায় দেখে ভুলি মাগো
সকল দুঃখ তাপ,
তোমায় দেখে ভালো লাগে
হলে মন খারাপ।

তুমি যখন হেসে হেসে
বল মা কথা,
নিমিষেই দূর হয়ে যায়
অন্তরের ব্যাথা !

তুমি মাগো থাকবে তাই
সারা জীবন ভর,
তব আশীষ নিয়েই যেন
যাই মরণের পার।