ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

একেএম সামসুজ্জামান সাম'র তিনটি কবিতা

২০২১ মে ৩১ ১৩:৫৭:৪২
একেএম সামসুজ্জামান সাম'র তিনটি কবিতা







ক্ষণিকের যৌবন

জানালা দিয়ে তাকিয়ে থাকি,
দূর বহুদূর অজানা কথা।
ভিখারির কষ্ট যন্ত্রণার মধ্যেও ভালোবাসা,
নষ্ট বিবেকহীন দুলালীর চেয়েও,
রাতের আধার তাকে সুখ দেয় ।
তুমি তোমার মনকে রাঙ্গিয়ে দিয়েছো,
সুখহীন অজানা পথে ।
তোমার প্রত্যাশিত ভালোবাসা হৃদয় ছুঁবে না,
বাসী ফুলের মত একদিন তুমি
ছিটকে পড়বে কল্পিত হৃদয় থেকে।
ভালোবাসার স্বপ্ন দেখতে পাবে তুমি,
যেদিন তোমার শক্তিহীন শরীর,
বিদায় নিবে পৃথিবী থেকে।।


অপেক্ষা

ভালোবাসি আমি তোমায়,
এ আশায় পথ চলা ।
আমি জানি তুমি আমার না,
মৃত্যুর চেয়েও এ বড় যন্ত্রণা ।
আমি একা কষ্ট পুষি,
বুকে আমার পাথর চাপা।
তবু্ও আমি তোমায় একা পেতে চাই,
এত কাছে পেয়েও দূরে মনে হয়,
চোখের ভালোবাসাতে পথ চলা।
অন্তহীন কষ্ট ও যন্ত্রণা,
তবুও শান্তনা একটি কিড-
বাবার ভালোবাসার একটি প্রদীপ।


চির বিদায়

আমি প্রতি রাতে স্বপ্ন দেখি,
নর্দমার পার্শ্বে ভাঙ্গা একটি কবর।
কাঁধে বয়ে নিয়ে এসেছি,
ক্ষত বিক্ষত তোমার কমল শরীর।
পঁচা বাসী ফুলের গন্ধের মধ্যে
এক বুকে দুই স্বত্বা ভর করে
আবদ্ধ করে রেখেছে তোমায়।
আমি বলতে চেয়েও বলতে পারিনি,
স্বপ্নের ঘোরে চিৎকার দিয়েও
কলংকিত পরিবারকে জাগাতে পারিনি।
দুঃসহ যন্ত্রণার মাঝেও বাঁচার আকুলতা,
অতঃপর, কবর রচিত হলো সমস্ত স্বপ্নের ।