ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোবিন্দগঞ্জে উদ্ধারকৃত মর্টারসেলটি নিস্ক্রিয় করল সেনাবাহিনী 

২০২১ জুন ১০ ১৮:৫৭:১২
গোবিন্দগঞ্জে উদ্ধারকৃত মর্টারসেলটি নিস্ক্রিয় করল সেনাবাহিনী 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় করতোয়া নদী থেকে থেকে উদ্ধারকৃত মর্টারশেলটি বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনী কর্তৃক নিস্ক্রিয় করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, গোবিন্দগঞ্জ পৌরসভার খলশী চাঁদপুর এলাকা দিয়ে প্রবাহিত করতোয়া নদীর চরে গত ৮ ফেব্রুয়ারী দুপুর ৩ টার দিকে ছেলে-মেয়েরা খেলার সময় একটি মর্টারসেল দেখতে পেয়ে তারা স্থানীয় লোকজন জানায়। স্থানীয় লোকজন ঘটনাটি গোবিন্দগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ ইঞ্চি লম্বা একটি মর্টারশেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরবর্তিতে এ ঘটনাটি রংপুর সেনাবাহিনীকে জানালে প্রায় ৪ মাস পর রংপুর ৯ ইনজিনিয়াারিং ব্যাটালিয়নের ক্যাপ্টেন আবু সালেহের নেতৃত্বে বোমা নিস্ক্রিয়করন টিম বৃহস্পতিবার দুপুর ২ টায় বাগদা ফার্মের ফাকা জমিতে মর্টারশেলটির নিষ্ক্রিয় কার্যক্রম সম্পন্ন করে।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেদেী হাসান, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজুল ইসলামসহ অন্যান্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ।

(এস/এসপি/জুন ১০, ২০২১)