ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » ফিচার » বিস্তারিত

ব্যারির জন্য শোক

২০২১ আগস্ট ১০ ১১:৫৭:১৫
ব্যারির জন্য শোক

আন্তর্জাতিক ডেস্ক : পাখির কিচিরমিচিরে মুখরিত থাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক। লকডাউনে বাড়ে পাখির উপস্থিতি। সেখানে আবাস গাড়া কয়েকশ প্রজাতির পাখির মধ্যে ছিল একটি লক্ষ্মীপ্যাঁচা। কয়েকদিনেই পার্কের পরিচিতি মুখ হয়ে ওঠে সে। ভালোবেসে পাখিপ্রেমীরা তার নাম রাখেন ব্যারি। কিন্তু একটি দুর্ঘটনা সব ওলটপালট করে দিয়েছে এদিন।

স্থানীয় সময় শুক্রবার সকালে খাবারের খোঁজে বের হয় ব্যারি। ওড়াউড়ির এক পর্যায়ে হঠাৎ একটি রক্ষণাবেক্ষণ ভ্যানের সঙ্গে ধাক্কা খায় সে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ব্যারির আচমকা এ মৃত্যুর খবর শুনে শোকাহত তাকে নিয়মিত দেখতে পাওয়া পাখিপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পাখিপ্রেমী শোক জানাচ্ছেন তাদের প্রিয় প্যাঁচার মৃত্যুতে।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দীর্ঘদিন ধরে বাস করছিল লক্ষ্মীপ্যাঁচাটি। স্থানীয় বাসিন্দারা আদর করে তাকে ব্যারি বলে ডাকতো।

ব্যারির মৃত্যুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করেন পাখিপ্রেমীরা। টুইটারে অনেকে লেখেন, ব্যারির অনুপস্থিতিতে সুন্দর সময়ের অভাব বোধ করবেন তারা।

করোনা মহামারি শুরুর পর থেকে সেন্ট্রাল পার্কে অনেক পাখি আসে। এই পার্কটিতে ২৮০ প্রজাতির পাখি রয়েছে বলে জানা যায়।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০২১)