ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

নয়ন দয়ার মাটির দেহ মাটি হবে

২০২১ সেপ্টেম্বর ২৬ ১৬:৫৮:৩৩
নয়ন দয়ার মাটির দেহ মাটি হবে

বিনোদন প্রতিবেদক : দেহ পঁচে গলে যাবে, বন্ধু বান্ধব রবে না পাশে, আমি যাব তুমি যাবে, কেহ আগে কেহ পরে'। নবাগত কণ্ঠশিল্পী নয়ন দয়ার কন্ঠে 'মাটির দেহ মাটি হবে' গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন রুদ্র আমিন। শনিবার রাতে রাজধানীর মগবাজারে মম মিউজিক স্টুডিওতে এ গান রেকর্ড করা হয়।

'কবর' শিরোনামে একাধিক গান করবেন জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

নয়ন দয়া বলেন, সেরা হতে চাইনা। সকলের ভালোবাসার মাঝে থাকতে চাই। তবে প্রতিযোগিতা ভালো লাগে। হয়তোবা অনেকে সমালোচনা করতে পারেন। তাদের নিকটও আমার ভালোবাসা থাকবে।

উল্লেখ্য, এরআগে 'প্রেম পাগলের ভালোবাসা' গানে আলোচনায় আসেন সংবাদকর্মী নজরুল ইসলাম দয়া থেকে কণ্ঠশিল্পী বনে যাওয়া নয়ন দয়া। 'সাবধান হও নারী এবং রসের মেলা' গানেও আলোচনায় ছিলেন। ২০২০ সালে বগুড়া জেলা পুলিশের গান প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সনদপত্র ও পুরস্কৃত হন কণ্ঠশিল্পী নয়ন দয়া। তিনি ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার চিফ রিপোর্টার।

(এম/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২১)