ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

২০২১ সেপ্টেম্বর ২৭ ১৭:৪০:৩২
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

এ কে আজাদ, রাজবাড়ী : ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গচন্দ্র দে'র মিথ্যা অভিযোগে গ্রেফতার এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর এর প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ কালিবাড়ি মোড়ে মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস , উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, সহ-সভাপতি কার্তিক কুন্ডু, সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু, পৌর পূজা উদযাপন পরিষদের সুব্রত কুমার দে, সাধারণ সম্পাদক লিটন কুমার বিশ্বাস।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিটি সদস্য সহ উপজেলার বিভিন্ন স্থানের হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক আঘাত এনে সংখ্যা লঘু হিন্দুদের মিথ্যা অভিযোগের গ্রেফতার করা হচ্ছে। আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে হিন্দুরা। অন্য দিকে এক শ্রেণীর দুষ্কৃতিরা প্রতিমা ভাংচুরের লিপ্ত হচ্ছে। কিছু দিন আগে খুলনার রুপসার শাল্লায় বিনা কারণে হিন্দুদের বাড়ি ঘরে ভাংচুর সহ নারী পুরুষের উপর হামলা চালানো হয়েছে। এত কিছুর পর ও প্রশাসনের তেমন ভূমিকা লক্ষ্য করা যায় না। এ সময় তারা আরও বলেন, আমরা মিলেমিশে বসবাস করতে চাই এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রয়োজন।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২১)