ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

কনক লতা মন্ডল’র ছড়া 

২০২১ অক্টোবর ২৫ ১৫:৪৭:৫৪
কনক লতা মন্ডল’র ছড়া 







মানবতা পরম ধর্ম

তুমি মানুষ আমি মানুষ
জীবের সেবা করবে সবে,
প্রেমের প্রীতি মায়ায় ভরা
সুখের সাথে গড়তে হবে।

ধর্ম - বর্ণ বিভেদ ভুলে
হৃদয় দুয়ার দাও যে খুলে,
মন খুশিতে চলো সবে
আলোর খুঁজে পেখম তুলে।

বড়াই করে লড়াই জুড়ে
হিংসে উঠে মনের নীলে,
মানব ধর্ম জাগে প্রাণে
নিজের খাবার বিলি দিলে।

ভালোবেসে কাছে টেনে
অসহায়কে লও গো বুকে,
শান্তি মিলে অন্তরেতে
সবাই মিলে থাকবে সুখে।

রক্তে মাংসে গড়া মানুষ
সবাই সমান এই যে ভবে,
প্রভুর ডাকে সাড়া দিয়ে
মিলেমিশে বাঁচতে হবে।