ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

কনক লতা’র দুটি ছড়া 

২০২১ অক্টোবর ৩০ ১৫:১০:৪২
কনক লতা’র দুটি ছড়া 







ধনী গরীব বিভেদ


দিনে রাতে করে হাতে
কর্ম করে যায়,
দিনে আনে দুখের বানে
ভাসে ফুটো নায়।

কষ্ট করে জীবন ভরে
গড়ে তারা দেশ,
ধরার মাঝে সকাল সাঁঝে
করুণ দশা বেশ।

দালান ঘরে যারা গড়ে
তাদের চালা নাই,
গাড়ি চড়ে জীবন ভরে
আরও তাদের চাই।

লোহার খাঁচা ইটের পাজা
যারা করে বাস,
খেটে মরে ঘামে ঝরে
হয় যে শেষে লাশ।

সমাজ মাঝে গরীব কাজে
পায় না কোন মান,
ধন-দৌলতে সুখের রাতে
তাদের যত শান।

নূরের নবী

কুসংস্কারে ভরে গেলো
আরব দেশে তবে,
নূরের আলো জ্বেলে দিতে
মহান নবী ভবে।

গরীব দুখীর পাশে থাকে
মরুভূমির দেশে,
বিশ্বনবী ধরার বুকে
শান্তি দিলো শেষে।

আরব দেশের মানুষ অবুঝ
ছিল অজ্ঞ জাতি,
নূরের নবী তাদের মনে
জ্বালেন জ্ঞানের বাতি।

ডুবল যারা পাপের মাঝে
সত্যের পথে আনে,
সারা বিশ্বের সকল মানুষ
নবী শ্রেষ্ঠ মানে।

মরুভূমির বুকে যেমন
আঁধার গেলো ছেঁয়ে,
মা আমিনার কোলে এলো
আলোর গান যে গেয়ে।