ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
চিরঞ্জীব মুজিব
২০২১ ডিসেম্বর ০৭ ১৫:৩৫:১৭
মেহেদী হাসান তামিম
বাংলার আকাশ বাংলার বাতাস বাংলার মাটিতে রয়ে গেছে যে নাম
সে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
একটি তর্জনীর ইশারায়
জড়ো হয়েছিল লাখো জনতা সেই থেকে বাঙালি পেয়েছিল স্বাধীনতা
পাকিস্তানি হায়নার রক্তচক্ষুকে উপেক্ষা করে
তুমি উপহার দিয়েছিলে
বিশ্বের বুকে লাল সবুজের এক দেশ
সে আমার সোনার বাংলাদেশ
তুমি আমার মুজিব ভাই
তোমার আদর্শকে আমৃত্যু লালন করতে চাই
তোমাকে হারিয়েছি কোন এক বিভীষিকাময় কাল রাতে
যে বেদনার স্মৃতি তাড়া করে বেড়ায় আজও বাঙালির বুকে
জনতার চোখে তুমি হয়েছো বঙ্গবন্ধু
হয়েছো জাতির পিতা
কোটি বাঙালির ধমনীতে তোমার আদর্শ বহমান
তুমি আমার টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান।
লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।