ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

শীতের ছড়া

২০২২ জানুয়ারি ১৪ ১৪:৪১:১১
শীতের ছড়া








বিচিত্র কুমার

শীতের সকাল যায় না দেখা
ঐ ছোট্ট গ্রাম টা,
শিশির ঝরে ঠান্ডা লাগে
বের হয়ে যায় যেন দমটা।

কেউ বা জ্বালায় খড়কুটা
কেউ বা শীতে কাঁপে,
সূর্য মামা দেয় না দেখা
সবাই তাকে শাপে।

পাখিগুলো আগে মতো
আর জাগে না
ভোরে,
রসের হাঁড়ি হাতে নিয়ে
কেউ বা ফিরে ঘরে।

কৃষক মুখে যায় যে শুনা
দুঃখ সুখের গান,
ঘরে ঘরে পিঠাপুলি
শীতেই মাতে প্রাণ।