ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে সরকার ব্যর্থ 

২০২২ জানুয়ারি ১৬ ১৮:০৩:২৮
শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে সরকার ব্যর্থ 

স্টাফ রিপোর্টার : বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে জনগণের মাঝে আশার সঞ্চার করলেও বাস্তবে তা মরীচিকা।

আজ রবিবার বাংলাদেশ লেবার পার্টি মহানগর কমিটির উদ্যোগে" শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে সরকারের ভূমিকা শীর্ষক" আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর কমিটির সভাপতি এম এস জামান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস— চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম সুরুজ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোরশেদ আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার উন্নয়নের কথা বললেও প্রত্যেকটি প্রকল্পে দুর্নীতি চোখে পড়ার মতো। নির্বাচনী ইশতেহারে বেকারদের কর্মসংস্থানের কথা বললেও দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও পর্যাপ্ত কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে সরকার। শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে পুরোপুরি ব্যর্থ সরকার। বাংলাদেশ লেবার পার্টি সরকারের কাছে প্রশ্ন রাখে তাহলে সব নির্বাচনী ওয়াদা তাহলে কি লোক দেখানো ইশতেহার? আমরা বিশ্বাস করি বর্তমান সরকার যতটা না উন্নয়নের কথা বলছেন তার থেকেও ফাঁকা বুলি বেশি ছাড়ছেন। এছাড়াও মানুষ তার ভোটের অধিকার ফেরত চায়। বিভিন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে জনগণ ভোগান্তিতে পড়েছে। আগামী নির্বাচনে জনতার ভোটের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ লেবার পার্টি কাজ করবে।

লেবার পার্টি মহানগর শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক মেঘলা আক্তার, মহানগর কমিটির সহ—সভাপতি তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এসএম আকরাম, সহ— মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম প্রমূখ।

(পিআর/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)