ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » বইবাজার » বিস্তারিত

ফরিদপুরের বইমেলায় পীযূষ সিকদারের ‘চান্দের হাট’ বইয়ের মোড়ক উন্মোচন

২০২২ মার্চ ১৭ ১৮:১৩:২৬
ফরিদপুরের বইমেলায় পীযূষ সিকদারের ‘চান্দের হাট’ বইয়ের মোড়ক উন্মোচন

দিলীপ চন্দ, ফরিদপুর : "আট আনায় জীবনের আলো কেন "এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৬ মার্চ) ফরিদপুর অমর একুশের গ্রন্থ মেলায় বিশিষ্ট লেখক, নাট্যকার, কবি ও অভিনেতা কানাইপুরের কৃতি সন্তান পীযূষ সিকদারের লেখা গল্প নাটক "চান্দের হাট"বইটির মোরক উন্মোচন করেন ফরিদপুরের জনবান্ধব জেলা প্রশাসক অতুল সরকার।

উক্ত অনুষ্ঠানে তিনি বলেন গ্রন্থ মেলার সাথে আপামোর সকল মানুষকে সম্পৃক্ত করতে হবে, তিনি আরো বলেন "মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক"। অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সহকারি প্রভাষক রিজভী জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত জাহিদ, শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষিকা প্রমুখ।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

(ডিসি/এসপি/মার্চ ১৭, ২০২২)