ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

বৈশাখে এপ্রিল

২০২২ এপ্রিল ১৩ ১৫:৫৭:৩৯
বৈশাখে এপ্রিল






সৈয়দ মোকছেদুল আলম

বৈশাখে কত সাজে
সাজে নানাজন,
দাদা-দাদু কাছা খুলে
ঘন করে মন;
ছেলে-মেয়ে মহাখুশী
বলে, “মম! ডেডি!,
চলো যাই সাংহাই,
চাইনিজ খাই।”
কবি আর কবিতার
একটাই দাবি
ইলশে-পান্তা খাবি খেয়ে খাবি।
বাঙালির ট্রেডিশন ইংলিশ একশন
হাঁটুছেঁড়া জিন্সের প্যান্ট পরা চাই।
বেরসিক বাবুরা, কাবু কোটে
ইন করে বাঁধে লাল টাই।

শিশুদের ঘুম নেই, বৃদ্ধরা মরা
ইটের দেয়ালে জীবন পড়েছে ধরা,
দড়িলাফ, হাডুডু, খেলা সাতচারা,
আঁকাআঁকি, লেখালেখি শুধু টেপাটেপি
প্রযুক্তি সব দিলো
‘আদর্শলিপি’; নিলো নিলো কেড়ে নিলো
স্নেহ--প্রীতি, রীতি-নীতি যত ইতি;
শঠ ততো বড় সৎ অসৎ প্রভুর শত
কুটিল-জটিল ক্ষত, ধারালো ত্রিশূল
টাকমাথা জ্ঞানীদের দেয় চেছে চুল।

তাই বাহ্! মেয়েরাও বব-মশগুল
দিদির কামিজ পরা ছেলে কানে দুল,
হ্রসতে ‘ঊ’ -কার বাঁধিয়েছে গোল
অপরের ভুল ধরা বানানটা ‘ভূল’।
কূল তীর, ভুলে বড়ই ‘কুল’
সোনামণি ভাত খায় ধান চেনেনা
ধান-কাঠ খোঁজে মরে, করে গণনা
এপ্রিলে বৈশাখ! বলে, “মানি না

কেন এই প্রতিবাদ, কি সোনায় খাঁদ?
পহেলা বৈশাখে ‘এপ্রিল’ বাদ।