ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নাগরপুরে বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০২২ সেপ্টেম্বর ২২ ১৯:৫৫:৫৮
নাগরপুরে বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : নাগরপুরের ভাড়রা ইউনিয়নে মাদক, জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সকলের মধ্যে সচেতনতা মূলক বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নাগরপুর থানা পুলিশের আয়োজনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, ১ নং ভাড়রা ইউনিয়নের চেয়ারম্যান আঃ কদ্দুস মিয়া, ভাড়রা (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভিপি মোঃ মোজাহিদুল ইসলাম (মুছা)সহ অত্র ইউনিয়নের সচেতন জন সাধারণ।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মাননীয় ঢাকা রেঞ্জ ডিআইজি, জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে এবং পুলিশ সুপার, টাঙ্গাইল, জনাব সরকার মোহাম্মদ কায়সার স্যারের দিক নির্দেশনায় বিট পুলিশিং মত বিনিময় সভা আয়োজন করে বিট পুলিশিং সভায় উপস্থিত সকলের মধ্যে মাদক, জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধকল্পে নির্দেশনা ও মতবিনিময় করা হয় ।

(এসএএম/এএস/সেপ্টেম্বর ২২, ২০২২)