ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

স্মৃতির আড়ালে

২০২২ অক্টোবর ১৫ ১৪:৫৩:২১
স্মৃতির আড়ালে







বদরুল হায়দার

স্মৃতির আড়ালে মুখ লুকিয়ে প্রীতির ঘরে জেগেছে সকাল।
ফলত গাছের চোখ ঝুল বারান্দার তারে চক্ষুশুল মসগুলে
শত সাধনায় তৈরী করে মহাকাল।


সোনার বরণ পাখি প্রানের উদাহরন শেষে
বারণ ও কারণের দোষে অবকাশে হারায় যৌবন।
বেলাশেষে বিচ্ছিন্নতার মনোবিকাশে চোখের আগাম
দূরাভাষে তুমি হতাশা পোষন করো বিনাচাষে।


মেয়াদপূর্তির চুক্তিসহ বিনিয়োগ প্রযুক্তির
অচল তুলনা চলে লাইফ-ষ্টাইলে।তোমার ছলনা
আঁড়ি পেতে বসে থাকে মনে।

নীলনকশার ব্যর্থতায় শঙ্কামুক্ত থেকেছি গোপনে।ahoo
তুমি যৌথ অভিমানে মনের ট্রাইব্যুনালে জারী করো
খেলাপী প্রেমের বানী।

প্রবণতা বাড়ছে প্রেম ও দাসত্বের । চলছে পরীক্ষা ছাড়া
ফিটনেস।অকাতরে ঘরে ঘরে চলে বাঁক বদলের প্রািইভেট।

কর্তৃত্ব তোমার ছলনায় বাসা বাঁধে প্রাণে। তুমি প্রেমের ডিজিটে
ফ্রি-ইন্টারনেটে টেনে আনো গ্লানী। আমি স্মৃতির আগুনে পুড়ে
হই বেদনা সন্ধানী।