ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

বদরুল হায়দার’র কবিতা

২০২২ নভেম্বর ২৮ ১৬:৪৯:০৯
বদরুল হায়দার’র কবিতা







হাইব্রিড ভাবের সাগরে

স্মৃতির পাতার বুকে জেগে থাকি সারারাত। চাঁদ
কপালে আঁতাত করি বেদনায় খরার প্রভাত।

মুছে ফেলা অপেক্ষার আলৌকিক বসন্তের খেলা
দীর্ঘশ্বাসে অবেলা দুপুরে দিলখোলা স্বপ্নের সিঁড়িতে
হাতছানি দেয় তোমার আঘাত।

বীণাপানির তরীর কিনারে বাসা বাঁধে মন। তুমি
স্বপ্ন পূরণে পরীর অপবাদে মোহনীয় হাসিবন থেকে
নির্বাসিত করো প্রয়োজন।

বাকির নামই ফাঁকি। তুমি আন্তরিক মাখামাখিতেও
নগদ বাকিতে মিনাক্ষীর হাসি মেখে বাক্যবান চোখে
খোঁজো দর্শন।

হাইব্রিড ভাবের সাগরে কল্পনার পারাপারে
মনেরা উধাও হতে চায় সাধনার পরম আঁধারে।
তোমাদের কুটচালে হই অমূল্য সম্পদ।

বখে যাওয়ার বিবাদী মোড়কে শত সংঘাত
বাদ অপবাদ হয়ে দুঃখের নামে বাতিল ও হরিলুটে
করে আবেগের রদ।

বড় প্রয়োজন স্বপ্নকে হৃদয় দিয়ে দেখা। রেখা টেনে
প্রেমায়োজনে সুজনে প্রতীক্ষার কাছে ব্যাখ্যার অতীতে
রক্ষা করা দরকার মনের দুর্ভোগ।

তুমি অবেলার দিলখোলা। আমি গড়িয়া মেলায়
রঙের অবহেলায় ভুলে থাকি নববর্ষ উপভোগ
হৃদয়ের অভিযোগে।