ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন 

২০২২ নভেম্বর ২৯ ১৭:০৮:৫৮
পাংশায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন 

রাজবাড়ী প্রতিনিধি : “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা ও ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চলনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হাসান, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের মেলায় সর্বমোট ১৩ টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলোকে জুনিয়র, সিনিয়র ও বিশেষ (তিন শ্রেণিতে) ভাগ করা হয়েছে। আগামীকাল অলিম্পিয়াড প্রতিযোগীদের সাথে বিশেষজ্ঞ শিক্ষকদের মুক্ত আলোচনা, অলিম্পিয়াড জুনিয়র ও সিনিয়র গ্রুপ প্রতিযোগীদের মেধা যাচাই পরীক্ষা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

(এমজি/এসপি/নভেম্বর ২৯, ২০২২)