ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

নবান্নের উৎসব

২০২২ ডিসেম্বর ৩০ ২০:৩৬:৫৯
নবান্নের উৎসব








শেলীনা রশীদ শেলী

দিগন্ত জোড়া ফসলের মাঠ,
সোনালী ফসল উঠেছে ঘরে।
কৃষাণীর দু,চোখে আনন্দের হাসি,
দেখো কেমন উপচে পড়ে।
সোনার ধানে ভরেছে গোলা,
কৃষাণী খুসিতে ধরেছে কুলা।
নবান্নের উৎসব চলছে ঘরে ঘরে,
পাড়া পড়শীর ঘুম গেছে উড়ে।
পিঠা পায়েশের পড়েছে ধুম,
কেউবা বসে ভাজে হুড়ুম।
কেউবা কুটছে ঢেঁকিতে চিড়ে,
ছোট্ট সোনারা বসে আছে ঘিরে।
কারো ঘরে কুটছে চালের গুড়ো,
কেউবা বানায় বিন্নীর নাড়ু।
ভাপা পুলি আর চিতই পিঠা,
খেজুর রসে বড়ই মিঠা।
নক্সি পিঠা, পাকনের বাহার,
আরো কত নাম বলব আর।
মেরা পিঠা ছিটা পিঠা,
না খেলে তো জীবন বৃথা।
আনন্দ যা হয় না ঈদে,
নবান্ন মিটায় সবার খিদে।
নতুন জামাই আসবে ঘরে,
পিঠা পায়েস খাবে মন ভরে।
গরীব ধনী সবার খুশির কারণ,
নবান্নের ধান নবান্নের ধান।