ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

৭১’র বিভৎসরূপ

২০২৩ জানুয়ারি ০৪ ১৭:১২:৪৭
৭১’র বিভৎসরূপ







মোঃ আক্কাছ আলী আকাশ

৭১ এর বি-ভৎসরূপ আজও মনে আছে
কত মা প্রতিক্ষায় আছে, যদি খোকা ফিরিয়া আসে।
আজও জেগে আছে মা ঘরের কপাট খুলে
কখন ফিরিবে খোকা আমায় ডাকবে মা-মা বলে।

ঘরে তাহার যুবতী নারী জ্বালাইয়া মোমের বাতি,
আশায় বুক বাঁধিয়াছে যদি ফিরিয়া আসে প্রাণপতি।
প্রতি রাতে সাজায় বাসর দিয়া ফুলের ডালা,
বিজয়ী হয়ে ফিরিয়া আসিলে গলে দিবে সেই মালা।

বাবা তাহার সকাল সন্ধায় পথের পানে ধায়,
বারে বারে উঁকি মারে খোকারে দেখা যায়।
এতদিন অপেক্ষায় আছি, মেলেনি খবর,
কোথায় রেখেছ খোকারে আমার, কোথায় তার কবর।

যাইবার সময় বাচাঁরে আমার দিয়াছিলাম দু’হাতে ঠেলি,
সোনার বাংলা স্বাধীন করিও মুখে রেখ মুক্তির বুলি।
হাজারও খোকা মরিয়া গিয়াছে তাহাতে মনে নাহি দুঃখ,
সোনার বাংলা স্বাধীন হইয়াছে গর্ভে ভরিয়া উঠিয়াছে বুক।

ত্রিশ লক্ষ শহীদের আত্বার প্রতি সালাম নত শিরে,
আবার জল-মলাইয়া আসিও দেখিব নয়ন ভরে।
কত মায়ের সতীত্ব গিয়াছে হায়না পশুদের হাতে,
কলঙ্কের ছাপ বুকে লইয়া মা আজও বেচেঁ আছে।

কুকুরের মতো চিবাইয়া খাইয়াছে, বুকের তাজা রক্ত,
সে বেদনায় আজও মায়ের চোখে নাহি ঘুম।
চোখের সামনে দু’হাত বাধিয়া,রক্ত পিপাসুর দল,
কত সোনা-মানিক বিদায় করিয়া দিয়াছে ধরনী অতল।
ঘরের মাঝে দু’হাত বাধিয়াপশ্চিমাশ কুন,
জীবন্ত মানুষের গায়ে দিয়াছে আগুন।

৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলা,
শতযুগের শ্রেষ্ঠ বীর আজও ঘুমিয়ে নিরালয়।
৩০ লক্ষ শহীদের আত্বার প্রতি নওয়াইয়াশীর,
ষোল কোটি বাঙালীর হৃদয়ের থাকিবে অমর,
৭১ এর শ্রেষ্ঠ সন্তান হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।