ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

ফিরে আসে শীত

২০২৩ জানুয়ারি ১৪ ০১:১৮:৪৭
ফিরে আসে শীত








আব্দুস সালাম

সরিষার ফুলে ফুলে
প্রজাপতি অলি
বাতাসেতে দোল খায়
পেঁয়াজের কলি।

কানাবক মাছ ধরে
নদী খাল বিলে
তালগাছে রোদ মাখে
শকুন ও চিলে।

পরিযায়ী পাখিদের
শোনা যায় গীত
কুয়াশায় মুড়ি দিয়ে
ফিরে আসে শীত।