ঢাকা, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

নষ্ট বায়ু

২০২৩ জানুয়ারি ১৫ ১৪:৫৮:৫৭
নষ্ট বায়ু







অমল তালুকদার

নিজের ভান্ডে বুদ্ধি নাই
বুদ্ধি কিনে খায়
বকধার্মিকে যাহা বুঝায়
তাহার পিছু-ই ধায়

হুজুগের এই বাঙালী
মাথাগুলো মোটা
অর্থকড়ি যতই থাকুক
খায় বস্তাপচা আটা

আপন ঘরের বেড়া নাই
তোলে চায়ের কাপে ঝড়
যারা দেশের তরে কথা বলে
মুর্খগুলো তাদেরভাবে পর

ভন্ডগুলোর কান্ড দেখি
দেখি ওদের আচার
চিলের হাতে কান তুলে দেয়
দেখো তাদের বিচার

নষ্টামীর এই জাতাকলে
কমছে মোদের আয়ু
ভুট্টো মামা মূলো খেয়ে
ত্যাগ করেছে বায়ু..!