ঢাকা, রবিবার, ১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
বঙ্গবন্ধু
২০২৩ মার্চ ১৬ ২১:১৩:৫৭
শিমুল বড়ুয়া উনন
দাদুর কাছে শুনেছিলাম
বঙ্গবন্ধুর নাম-
টুঙ্গি পাড়ায় জন্ম তাহার
খোকা আদুরে নাম।
ছোট থেকেই দেশের প্রতি
খোকার ছিলো টান,
বড় হয়ে তিনিই হলেন
বাংলাদেশের প্রাণ।
জন্ম দিলো একটি জাতি
একটি নতুন দেশ,
সারা বিশ্ব অবাক হলো
সাবাস বাংলাদেশ।