ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশায় বৃদ্ধকে গুলির ঘটনায় যুবক গ্রেফতার 

২০২৩ জুন ০৪ ১৯:১৫:১৮
পাংশায় বৃদ্ধকে গুলির ঘটনায় যুবক গ্রেফতার 

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা থেকে মো: আশিক শেখ (১৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মোহন শেখের ছেলে।

একই উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়ান্ত বাগলী গ্রামের ফজলে রাব্বী খসরু(৬০) কে গত ৩১ মে রাতে একদল মুখোশধারী সন্ত্রাসীরা গুলি করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৯টি ছররা গুলি লাগে।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখনও তিনি চিকিৎসাধীন রয়েছে।

পাংশা মডেল থানা উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ফজলে রাব্বী খসরু নামের এক ব্যক্তির দেওয়া অভিযোগের প্রেক্ষিতে আসামী আশিক শেখ কে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গত ৩১ মে রাতে ফজলে রাব্বী খসরু আম কুড়ানোর জন্য ঘর থেকে বের হলে ওৎ পেতে থাকা মুখোশ পরিহিত কয়েকজন তাকে মারধর করে। তিনি দুই মুখোশধারীকে ধরেফেল্লে তারা তারা তাকে গুলি করে।

তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ জবানবন্দি দিয়েছেন।

(একে/এসপি/জুন ০৪, ২০২৩)