ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২০২৩ জুন ০৪ ১৯:২৭:৩১মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলা পাচিরিয়া স্টেশন এলাকায় শ্রবণ প্রতিবন্ধী গৌড়ি রানী দাস নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (৬ মে) সকালে রাজবাড়ী থেকে দৌলতদিয়া গামী শাটল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের হামিদদিয়া গ্রামের যতীন্দ্রনাথ দাসের স্ত্রী।
রেলওয়ে পুলিশ এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর পনে ৬ টায় রাজবাড়ী হতে দৌলতদিয়া গামী শাটল ট্রেনে কাটা পড়ে গৌড়ি রানী দাসের মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন।ঘটনার সময় তিনি রাস্তা পাড় হচ্ছিলেন। মৃতদেহটির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এমজি/এসপি/জুন ০৪, ২০২৩)