ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

২০২৩ জুন ১৪ ২১:১৬:৩২
কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : ১৪ জুন বুধবার বাংলা সাহিত্যের শক্তিমান কথাশিল্পী কায়েস আহমদের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। পারিবারিকভাবে ঢাকায় তাঁর মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকাতেই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে অবলোকন আবৃত্তি ইশকুল।

খ্যাতিমান গল্পকার কায়েস আহমদের জন্ম ১৯৪৫ সালের ২৫ মার্চ পশ্চিমবঙ্গের হুগলী জেলার বড় তাজপুর গ্রামে। ১৯৪৭-এর দেশ বিভাগের কিছুকাল পর বাবা-মা’র সাথে কিশোর কায়েস ঢাকায় চলে আসেন। সেই থেকে কায়েস আহমদের একাডেমিক শিক্ষা অর্জন, কর্মকান্ড ও বসবাস এই ঢাকা শহরকে ঘিরেই। কায়েস আহমেদ ছিলেন প্রচণ্ড জীবনবাদী লেখক। তাঁর রচিত দুই সাড়া জাগানো গল্পগ্রন্থ ‘অন্ধ তীরন্দাজ' ও 'লাশকাটা ঘর'। তাঁর দুই উপন্যাস 'দিনযাপন’ ও ‘নির্বাসিত একজন'। জীবনী গ্রন্থ 'রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী'। তাঁর সম্পাদিত গ্রন্থ 'মাণিক বন্দ্যোপাধ্যায় ও অগ্রন্থিত লেখা'।

কায়েস আহমদ ১৯৯০ সালে হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার ও ১৯৯৭ সালে সাদত আলী আখন্দ পুরস্কার(মরনোত্তর) পুরস্কার লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি সাংবাদিকতা ও পরে শিক্ষকতায় যুক্ত ছিলেন।

(ওএস/এএস/জুন ১৪, ২০২৩)