ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
দীপক চন্দ্র পাল এর কবিতা
২০২৩ জুন ২৩ ২০:২৪:২৫কি অনুরাগে
আড়ালে আবডালে, চেয়ে দেখো ফাকে ফাকে,
বাতাস বহে তারি মাঝে, তবুও,
চাদের আলো ভেসে উঠে।
ফুলের সুভাস ছড়ায় বাগানে বাগানে,
শিউলি যুথি, কামিনী, নাম তার সুভাষিনী--
যায়না দেখা, বুঝে নেয় প্রকৃতি।
তোমার চাহনিতে বির্মষ নীলিমা কাদে -
ভূবন ভাষিয়ে আবার হাসে।
তেমনি দেখো চেয়ে, কি অনুরাগে
আমিও হাসি আজান্তে।
কত প্রাপ্তি আদর ভালোবাসা,
ঢেউ আর স্রোতে করে খেলা--
জীবন যুদ্ধ শেষে, ভাসায় ভেলা।