ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

শ্রাবণ শোকের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

২০২৩ আগস্ট ০৬ ১৭:২১:১০
শ্রাবণ শোকের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল ইসলাম এর স্মৃতিতর্পণে ককসবাজারে অনুষ্ঠিত হয় শ্রাবণ শোকের কবিতা অনুষ্ঠান।

গতকাল শনিবার বিকেল ৫টায় ককসবাজার পৌরসভার মিলনায়তনে কবি মানিক বৈরাগীর সভাপতিত্বে এবং কবি অন্তিক চক্রবর্তী'র সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রাবণ শোকের কবিতা অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করেন মূল্যায়ন সম্পাদক কবি অমিত চৌধূরী, কবি আসিফ নূর, কবি ও প্রাবন্ধিক আলম তৌহিদ, শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি প্রতিভা দাশ, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম. জসীম উদ্দীন, কবি রিদুয়ান আলী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, আবৃত্তিকার মিনহাজ চৌধুরী, ঋতিল মনিষা, কালাম আজাদ, মোস্তাক মুসা, পলাশ দাশ, নিধু ঋষি, রুমি মল্লিক, জয়নাব রহমান জুই, স্বরুপ চক্রবর্তী, সিদরাতুল মুনতাহা বর্ণ, আফিফা উলফা প্রমুখ।

(পিআর/এসপি/আগস্ট ০৬, ২০২৩)