প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
এ্যাবজাকে পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা
২০২৩ আগস্ট ২৭ ১৩:২৯:১৩স্টাফ রিপোর্টার : সাংবাদিক সংগঠনগুলোর অন্যতম জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজার সভাপতি শাহিন বাবু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সহ সকলকে পাংশা উপজেলা প্রেসক্লাব রাজবাড়ী এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
২৭ আগস্ট রবিবার রাজবাড়ী জেলার, পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষে এ শুভেচ্ছা জানিয়েছেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
তিনি বলেন, সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এ্যাবজা পূর্ব থেকেই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনটির নতুন নেতৃত্ব অবশ্যই এ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে আমার বিশ্বাস। আমরা নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকলের নিকট চাইবো মাঠ পর্যায়ের সাংবাদিকদের উন্নয়ন ও যেকোন সমস্যায় এ সংগঠনটি অতীতের ন্যায় জোড়ালো ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাগুরা ডাংগী গ্রামের সন্তান।
(একে/এএস/আগস্ট ২৭, ২০২৩)