ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

তিন দিনে ‘জওয়ান’ সিনেমার আয় ৪৬১ কোটি টাকা

২০২৩ সেপ্টেম্বর ১০ ১৬:৪৫:০৩
তিন দিনে ‘জওয়ান’ সিনেমার আয় ৪৬১ কোটি টাকা

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান ‘জওয়ান’ দিয়ে ‘পাঠান’ সিনেমাকে পেছনে ফেলে দিয়েছেন মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই। মুক্তির দিনেই ৭৫ কোটি রুপি ব্যবসা করেছে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা।

বলিউড বাদশার চলতি বছরের শুরুটা দেখেই বোঝা যাচ্ছিল তার পুরো বছরটা কেমন যাবে। বছর শুরু করেছিলেন ‘পাঠান’র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি রুপির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই সিনেমা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৫০ কোটি টাকা।

‘পাঠান’ সিনেমা মুক্তির প্রায় আট মাস পরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে রাজকীয়ভাবে ফিরেছেন শাহরুখ। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমা মুক্তির দিনই বক্স অফিসে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মুক্তির তিনদিনের মাথায় ভারতের বক্স অফিসে ১৬৬ কোটি রুপি বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি ও শাহরুখের এ সিনেমা।

তিনদিনের মাথায় শুধু দেশেই ‘জওয়ান’র ঝুলিতে এসেছে মোট ২০২ কোটি রুপি, যা ‘পাঠান’ সিনেমার চেয়ে প্রায় ৪০ কোটি রুপি বেশি। চলতি বছর বক্স অফিসে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ‘পাঠান’। নিজের গড়া সেই উদাহরণ এবার নিজেই ভাঙছেন কিং খান। ভারতের ট্রেড এনালিস্টদের ধারণা, মোট উপার্জনের বিচারে ‘পাঠান’সিনেমাকে খুব সহজে ছাড়িয়ে যাবে ‘জওয়ান’।

‘পাঠান’ সিনেমার মতো বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ সিনেমাও। ভারতের পাশাপাশি বিদেশেও সিনোমর ব্যবসার পরিসংখ্যান বেশ সন্তোষজন। তৃতীয় দিনে দাঁড়িয়ে ‘পাঠান’সিনেমার ঝুলিতে ছিল প্রায় ৩১৩ কোটি রুপি।

‘পাঠান’ সিনেমার সেই দৃষ্টান্তও ভেঙে ফেলেছে ‘জওয়ান’। তিন দিনে ‘জওয়ান’ সিনেমার মোট উপার্জন করেছে প্রায় ৩৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬১ কোটি টাকারও বেশি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৩)