ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

এশিয়ান গেমস

বাংলাদেশের অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক রহমত মিয়া

২০২৩ সেপ্টেম্বর ১৫ ১৬:৫৯:২১
বাংলাদেশের অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক রহমত মিয়া

স্টাফ রিপোর্টার : আবাহনীর ডিফেন্ডার রহমত মিয়াকে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ অলিম্পিক দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ (শুক্রবার) রাতে ফুটবল দল চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।

আজ শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলনে রহমত মিয়াকে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে রহমত মিয়া বলেছেন, ‘আমি গত এশিয়ান গেমসে ছিলাম। ওই গেমসের দল এবং এবার দলের মধ্যে অনেক পার্থক্য। গত আসরের দলের অনেক খেলোয়াড় ছিলেন জাতীয় দলের খেলার অভিজ্ঞতা সম্পন্ন। এবারের দলটি তুলনামূলক তারুণ্য নির্ভর। তাদের অনেকেরই এশিয়ান গেমসের মত আসরে কখনো খেলা হয়নি। তাদের জন্য এটা বড় একটা সুযোগ এই গেমস।’

তিনি যোগ করেন, ‘গেমসের পর আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স করে কোচের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন অনেকে। কোচ এশিয়ান গেমসে তরুণদের পারফরম্যান্স দেখে জাতীয় দলের জন্য কাউকে কাউকে বিবেচনা করতে পারেন। তাই আমি বলবো তরুণদের সামনে নিজেদের প্রমাণ করার দারুণ এক মঞ্চ হবে এশিয়ান গেমস। এই গেমসে আমাদের তিন প্রতিপক্ষই শক্তিশালী। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে ভালো ফলাফল করার চেষ্টা করব।’

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৩)