ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘সময় বড়ই কম, সরকারের পতন নিশ্চিত করতে হবে’

২০২৩ সেপ্টেম্বর ১৫ ২৩:৫৯:০৭
‘সময় বড়ই কম, সরকারের পতন নিশ্চিত করতে হবে’

স্টাফ রিপোর্টার : সময় বড়ই কম, এই অল্প সময়েই সরকারের পতন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। তবু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে ছাড়বো।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজবন্দিদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের এক দফা দাবিতে এ সমাবেশ করে দলটি।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘এখন সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই সরকারের জুলুম দেখে চুপ থাকবেন, নাকি গর্জে উঠবেন। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি তুলছে। এই পরিস্থিতে আমরা যদি গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, তাহলে আগামীতে ভারতের মতো নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে আওয়ামী প্রজাতন্ত্রী বাংলাদেশে পরিণত হবে।’

তিনি বলেন, ‘আজ যারা ফ্যাসিবাদের দোসর, তারা এই প্রজন্মের নব্য রাজাকার। এদের আপনারা চিনে রাখুন। এই সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র, সুশাসন আসবে। এই দোসররা যাতে আগামীতে রাজনীতি করতে না পারে, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে।’

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৩)