ঢাকা, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে বিভাগ খোলা বন্ধ করতে হবে: ইউজিসি

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৬:৪২:৪৮
বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে বিভাগ খোলা বন্ধ করতে হবে: ইউজিসি

স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে বিভাগ খোলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ করা প্রয়োজন। অপ্রয়োজনে বিভাগ খোলা বন্ধ করতে হবে। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণেও ইউজিসির প্রয়োজনীয় পরামর্শ নিতে হবে।

ইউজিসির ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অংশীজনের সঙ্গে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) ইউজিসিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলমগীর বলেন, কোনো কোনো বিশ্ববিদ্যালয় নতুন বিভাগ খোলার পর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন না। কোনো বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, ল্যাব সুবিধা ও জনবল আছে কি না, এসব বিষয় বিবেচনা করতে হবে। একই সঙ্গে বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করতে হবে।

তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার উৎকর্ষ অর্জনে ইউজিসি বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। ইউজিসিও বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা তৈরি এবং এসব প্রতিষ্ঠানসমূহকে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে অংশীজনদের গঠনমূলক পরামর্শ গ্রহণ করবে।

কমিশনের সচিব ড. ফেরদৌস জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামান।

সভায় ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং উচ্চশিক্ষা সেবাগ্রহীতারা অংশ নেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৩)